যশোর অফিস : যশোরে ফেনসিডিলের মামলায় রিনা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। রিনা খাতুন শহরের শংকরপুরের খোকন মিস্ত্রীর বাড়ির তৎকালিন ভাড়াটিয়া মৃত হারেজ আলী সরদারের স্ত্রী। অপর এক মামলায় সালেহা খাতুন নামে নারী মাদক ব্যবসায়ীকে ৩ বছর সশ্রম কারাদণ্ডও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। সালেহা খাতুন একই এলকার মৃত সামছু মৃধার স্ত্রী। রোববার অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারক শিমুল কুমার বিশ্বাস আলদা রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার দেবনাথ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ২৮ মার্চ সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের সদস্যরা ঝিকরগাছার গোডাউন কলোনীপাড়ায় অভিযান চালায়। এ সময় রিনা খাতুনকে আটক ও তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরিদর্শক সলিমুল্লাহ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেসে আসামি রিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
অপরদিকে, ২০০৯ সালের ২৪ মে দুপুরে র্যাব-৬ যশোরের সদস্যরা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সালেহা খাতুনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি আব্দুল হামিদ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই খন্দকার শামীম উদ্দিন আসামি সালেহাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি সালেহার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত দুই জনই পলাতক রয়েছে।