
যশোর অফিস : যশোরে মাদক মামলায় কবির হোসেন মুকুল নামে যাবজ্জীবন ও তার স্ত্রী রহিমা খাতুন ওরফে বুদ্দি বুড়িকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাদের ১৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক সুরাইয়া সাহাব এ রায় দেন। রায় শেষে দণ্ডিতদের। কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার পুকুরকূল গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় হেরোইন বিক্রিকালে কবির হোসেন মুকুল ও তার স্ত্রী রহিমা খাতুন ওরফে বুদ্দি বুড়িকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজুল ইসলাম এ মামলায় ওই বছর ২৩ জুলাই কবির হোসেন মুকুল ও তার স্ত্রী রহিমার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলা দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিক কবির হোসেন মুকুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো তিন মাসের কারাদণ্ড নির্দেশ দেন। এছাড়া তার স্ত্রী রহিমা খাতুনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডেুর নির্দেশ দেন। রায় ঘোষণা শেষে দণ্ডিত দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।