যশোর অফিস : যশোরে সদর উপজেলা আবাদ কচুয়া গ্রামে মাদক সেবনে দু’দিনে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হচ্ছে যশোর সদরের আবাদ কচুয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ইসলাম (৪৫) ও একই শাহাজান আলীর ছেলে জাকির হোসেন (২৯)। এ ঘটনায় অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সিতারামপুরের মনির উদ্দীনের ছেলে বাবলু (২৮) হাসপাতালে থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছে।
এলাকাবাসী ও বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে ইসলাম,বাবলু, জাকির ও রিপন আবাদ কচুয়া খালঘাটা আরমান হোসেন কটার লিচুবাগানে বসে ফেনসিডিল সেবন করে। ফেনসিডিল সেবন করে রাতে তারা সকলেই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ইসলাম, জাকির ও বাবলুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলাম ও ২৭ জানুয়ারি বেলা ১১ টায় জাকির হোসেন। এরপর থেকেই পলাতক রয়েছে চিকিৎসাধীন বাবলু।
তবে, হাসপাতাল থেকে তারা ফুড পয়জনিং রোগী হিসাবে ভর্তি হয়েছিলেন বলে হাসপাতালে ভর্তি খাতায় উল্লেখ করা হয়। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার শারমিন আক্তার বলেন, মাদক সেবনে মৃত্যুর কোন খবর সারাদিনই পাইনি।