যশোর অফিস : মানহানির অভিযোগে দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ও পত্রিকার কেশবপুর প্রতিনিধিসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন জাকারিয়া বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
অপর আসামিরা হলেন, কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ ও আসির উদ্দিন গাজীর ছেলে সেকেন্দার আলী গাজী।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়া ও তার পরিবারের সদস্যদের মিথ্যা অপবাদ দিয়ে মানহানি ঘটানো ও মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এরই সূত্র ধরে আসামিদের মধ্যে সেকেন্দার আলী গাজী ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়ার বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল আত্মসাৎ করেছেন তিনি। তার বিরুদ্ধে করা এসব অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। যা গত ১৫ মে যশোরের দুইটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। চাল চুরির অভিযোগের ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়া নির্দোষ প্রমাণিত হওয়ায় উল্লিখিত আসামিরা ক্ষিপ্ত ও প্রতিশোধপরায়ণ হয়ে পড়েন। এরপর তারা পরস্পর যোগসাজসে সম্মানহানির জন্য ফারুক হোসেন জাকারিয়ার বিরুদ্ধে ‘ঈদ উপহারের চাল চুরির খবর প্রকাশ করায় কেশবপুরে সাংবাদিকের ওপর হাতুড়ি বাহিনীর হামলা, নিন্দার ঝড়’ শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এতে ফারুক হোসেন জাকারিয়ার সামাজিক সুনাম ও মানহানি ঘটায় আদালতে মামলা করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত