যশোর অফিস : বোনের আত্মহত্যার বিচার চেয়ে মামলা করে বিপাকে পড়েছেন ভাই যশোর বাগডাঙ্গা গ্রামের নাজুমল ইসলাম। মামলা তুলে না নিলে অপহরণ করে খুন জখম করবে বলে হুমকি দিচ্ছে। এ ঘটনায় নাজমুল ইসলাম তিনজনকে বিবাদী করে রোববার কোতয়ালি মডেল থানায় একটি ডিজি করেছেন। বিবাদীরা হলো, বোন ইভার স্বামী বাঘারপাড়ার সৈয়দ মাহমুদপুর গ্রামের রায়হান হোসেন, শ্বাশুর ওসমান গনি ও শাশুড়ি হামিদা বেগম তাসলিমা।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, ২০২২ সালের ২৬ জুন আসামি রায়হান হোসেন বিয়ে করে ইভা খাতুনকে। বিয়ের কয়েক মাস যেতে না যেতে আসামিরা ইভার কাছে পালসার মোটরসাইকেল দাবি করে পিতার বাড়ি থেকে ২ লাখ টাকা এনে দিতে বলে। ইভা তাদের কথায় সাড়া না দেয়ায় শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। চলতি বছরের ২ জানুয়ারি আসামিরা ইভাকে মোটরসাইকেল কেনার টাকা এনে দিতে চাপ প্রয়োগ করে। ইভা তার ভাইকে ফোন করে বিষয়টি জানায়। এ ঘটনায় ইভার ভাই নাজমুল ইসলাম বাদী হয়ে গত ৩১ ডিসেম্বর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই তিনজনকে আসামি করে আদালতে মামলা করেন। এরপর ইভার আত্মহত্যার প্ররোচনাকারীদের আটক ও শাস্তির দাবিতে মানববন্ধ করে এলাকাবাসী। এ সংক্রান্ত রিপোর্ট সংবাদ পত্রে প্রকাশিত হওয়ায় আসামিরা নাজমুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে নাজমুলকে শহরের সদর হাসপাতাল মোড়ে পেয়ে আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। মামলা তুলে না নিলে অপরহরণ করে খুন-জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। আসামিদের হুমকির কারনে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে তিনি ভবিষ্যতের জন্য ঘটনার বিষয়য়ে কোতয়ালি থানায় এ জিডি করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত