যশোর অফিস : ‘আসুন, গাছ লাগাই যশোর বাঁচাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আম গাছ রোপনের মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে হর্টিকালচার সেন্টার, যশোর। বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক মহিদুর রহমান।
সকাল সাড়ে ১০টার দিকে বন্ধুসভার বন্ধুরা ক্যাম্পাসে সমবেত হয়। এ সময় ছাত্রনিবাসের সামনে একটি বারোমাসি আম গাছের চারা রোপন করা হয়। এরআগে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচাল সেন্টার যশোরের উপ পরিচালক দীপঙ্কর দাশ। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান। পরে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বাড়িতে রোপনের জন্যে ৫০ শিক্ষার্থীর হাতে ৫০টি বিভিন্ন জাতের আম ও পেয়ারার চারা তুলে দেওয়া হয়। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এরপর যশোর জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হবে।