
যশোর অফিস : যশোর সদরের হরিণা বিলের ক্যাফে হরিণার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় গত সোমবার যশোর কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। ক্যাফের লোকজনের সহযোগিতায় ওই মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কোতয়ালি থানার পুলিশ অভিযোগটি তদন্ত করছে বলে জানা গেছে।
যশোর সদরের দুর্গাপুর গ্রামের রবিউল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে সোহান হোসেন (২০) তার পালসার ডাবল ডিস্ক ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে গত ২ জুলাই বিকেল ৬টার দিকে হরিণা বিলের ক্যাফে হরিণা নামে রেস্টুরেন্টে যায়। ওই ক্যাফের গাড়ির পার্কিংয়ের স্থানে ক্যাফের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মোটরসাইকেল রেখে বন্ধুদের সাথে ঘুরতে যায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে নির্দিষ্ট স্থানে গিয়ে মোটরসাইকেল দেখতে পায় না। এসময় ক্যাফের কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা তালবাহনা মূলক কথাবার্তা বলেন। ওই মোটরসাইকেল চুরির সাথে ক্যাফের লোকজন জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা যশোর কোতয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী জানান, ক্যাফে হরিণার পার্কিংয়ের কোনো রশিদ দেখাতে পারেননি। তবে উভয় পক্ষকে ডাকা হয়েছে।