যশোর অফিস : যশোরে মোবাইলের মাধ্যমে জুয়া খেলার সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। আটক আলমগীর হোসেন ঝুমঝুমপুর নিরিবিলি এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে। গত শনিবার রাত ১১টার পর সদর উপজেলার ঝুমঝুমপুর ময়লাখানার সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ময়লাখানার সামনের একটি স’মিলে বসে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলছে একটি চক্র। তাৎক্ষনিক র্যাব ওই এলাকায় অভিযান চালায়। এসময় কৌশলে অন্যরা পালিয়ে গেলেও আটক হয় আলমগীর। জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, মোবাইলের মাধ্যমে এমসি ডাব্লু বেটিং এ্যাপসের ওয়েবসাইটের মাধ্যমে তারা জুয়া খেলছিলেন বলে স্বিকার করেন। এসময় তার কাছথেকে ১ হাজার ৯০ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, চক্রটি অধিক লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় প্রলুব্ধ করে এবং প্রতারণার মাধ্যমে তারা সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত