জন্মভূি রিপোর্ট : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ বিপ্লব হোসেন ওরফে বাবু (৪৩) গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং একটি মারামারি মামলা বিচারাধীন আছে। বুধবার রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল তাকে কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকা হতে গ্রেফতার করে। সে ওই থানার মামলার আদালতের দণ্ডাদেশ মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। র্যাব জানায়, আসামি মোঃ বিপ্লব ওরফে বাবু যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছিল। ২০১৭ সালে মাদক ব্যবসা পরিচালনাকালে সে ১শ’ ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয় । তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ১১ মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে সে পালিয়ে যায়। বিচারকার্য় শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আসামি ওই থানার পুলিশ লাইন কদমতলা এলাকার জনৈক মোঃ ফারুক হোসেনের ছেলে।