যশোর অফিস : যশোর সদরের এড়েন্দা বাজারে ছুরি ও চায়ের গ্লাস দিয়ে নুর নবী ইসলাম (৩৫) নামে এক যুবককে গুরুতর আহত করেছে একই এলাকার আয়নাল (৪০)নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এড়েন্দা বাজারের নতুন মসজিদের পাশে একটি চায়ের দোকানে। স্থানীয় সূত্রে জানা গেছে,আহত নুর নবী ইসলাম বাবুল আক্তারের ছেলে এবং তিনি যশোরের দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর নবী এলাকায় মাদক ব্যবসা বন্ধে কাজ করছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী আয়নালের বিরোধ চলছিল। ঘটনার সময় চায়ের দোকানে বসা অবস্থায় আয়নাল হঠাৎ তাকে ছুরি ও চায়ের গ্লাস দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা আহত নুর নবীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানায়,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

