
যশোর অফিস : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শহরতলীর চাঁচড়া রায়পাড়ায় কামরুল হাসান মামুন (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। চাঁচড়া রায়পাড়ার মেহেদি হাসান বাদশার স্ত্রী তাসলিমা আক্তার রানি ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলো চাঁচড়া রায়পাড়া তুলাতলার কালো বাবু ওরফে কামরুলের ছেলে রনি (২৩) একই এলাকার কবিরের ছেলে মুরাদ হোসেন (২০) সিরাজের ছেলে হাসান (২১) হবির ছেলে গাজি (২০) চাঁচড়া ডালমিল এলাকার মৃত কাদেরের ছেলে কামরুল (৪২) চাঁচড়া চেকপোস্টের আব্দুর রাজ্জাকের ছেলে ঠিকাদার সাইদ (৪০) চাঁচড়া ডালমিলের মৃত কাদেরের ছেলে পিন্টু (৪০) শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকার জাফরের ছেলে সজিব (১৯) ও চাঁচড়া রায় পাড়ার পিতা অজ্ঞাত ছাকিন (১৯)।