যশোর অফিস : যৌতুকের দাবিতে মারপিটের মামলায় মণিরামপুরের রাসেল বাবু নামে এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাসেল বাবু মণিরামপুরের আমিনপুর গ্রামের হোসেন আলী মোড়লের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ৩০ আগস্ট আসামি রাসেল বাবু কেশবপুরের বায়সা গ্রামের আব্দুল গফুরের মেয়ে সাবিনা খাতুনকে বিয়ে করে। বিয়ের কয়েক বছর পর আসামি রাসেল বাবু ব্যবসা ছেড়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে। রোজগার না থাকায় সংসারে অভাব অনাটন শুরু হয়। রাসেল বাবু এরমধ্যে তার স্ত্রী সাবিনা খাতুনের কাছে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে শারিরীক ও মানুসিক নির্যাতন শুরু করে। রাসেল বাবুর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করলে বিয়ষটি মীমাংসা করে নেয়। পরবর্তীতে রাসেল বাবু আবারও যৌতুকের দাবিতে তার স্ত্রীকে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মারপিট করে সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেয়। গুরুতর আহত সাবিনা খাতুন তখন চারদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়। এ ঘটনায় থানায় মামলা না নেয়ায় ১০ মার্চ রাসেল বাবুকে আসামি করে আদালতে মামলা করে সাবিনা খাতুন। ্্্মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি রাসেল বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাসেল বাবু জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত