
যশোর অফিস : যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকা থেকে কলেজ পড়ূয়া শিক্ষার্থী জ্যোতি (১৬)কে অপহরণ করার অভিযোগে এক নারীসহ চারজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেন, যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের শেখ আলমগীর কবিরের স্ত্রী কাজল রেখা। মামলায় আসামী করেন, গাইদগাছি দক্ষিণ পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রাসেল হোসেন একই এলাকার মুন্সি সহির হোসেনের ছেলে জিয়াউর রহমান,মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম ও একই এলাকার নাজির আহম্মেদ এর ছেলে শাওন আহম্মেসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় মামলায় উল্লেখ করেন,তার মেয়ে জ্যোতি সিঙ্গিয়া আদর্শ ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীতে লেখাপড়া করে। কলেজে আসা যাওয়ার সময় জিয়াউর রহমান উত্যক্ত করে ও বিয়ের জন্য ফুসলাতে থাকে। তাকে রাজি না হওয়ায় অপহরনের হুমকী দেয়। বিষয়টি বাদির পরিবার জানতে পেরে উক্ত যুবককে বাধা নিষেধ করায় সে কোন কর্নপাত না করে উল্টো ক্ষতি করার চেষ্টা করে। গত ৮ অক্টোবর সন্ধ্যা ৫ টার সময় কলেজ পড়ূয়া শিক্ষার্থী বসুন্দিয়া মোড়ে পৌছালে উক্ত জিয়াউর রহমানসহ তার অজ্ঞাতনামা সহযোগীরা ফুসলিয়ে একটি গাড়ী যোগে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার বিষয় স্থানীয় লোকজনের সাথে আলাপ আলোচনা করে। থানায় এসে মামলা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। তবে কলেজ ছাত্রী উদ্ধার ও অপহরন কারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছেন।