যশোর অফিস : সদর উপজেলার ঝুমঝুমপুর পিন্টুর মোড়ে শান্ত (১৬) নামে এক শিশুকে গতিরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে কিলঘুষি মারার এক পর্যায় ছুরিকাঘাত করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি করেন যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা নাথপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী মোছা: জোসনা বেগম। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা।
মামলায় উল্লেখ করেন, তার শিশু ছেলে শান্ত ঝুমঝুমপুর শিল্পী গিফট কারখানায় নাইট ডিউটির কাজ করে। গত ১৯ জানুয়ারি শান্ত বাড়ি হতে তার কাজের উদ্দেশ্যে বাইসাইকেল যোগে গিফট কারখানায় যাওয়ার পথে রাত পৌঁনে ৯টায় ঝুমঝুমপুর পিন্টুর মোড়ে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গতিরোধ করে কিলঘুষি মারে। তাদের হাতে থাকা ধারালো চাকু শান্তর বুকে ও পায়ের ডান উরুতে আঘাত করে। শান্তর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপর পথচারীরা শান্তকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত