যশোর অফিস :যশোর সদর উপজেলার সাতমাইল মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তাসফিয়া হক রিফা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মানিকদিহি বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা ও সাধারণ মানুষেরা অংশগ্রহণ করে।
মানববন্ধন থেকে অবিলম্বে রিফা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। আগামী সাত দিনের মধ্যে রিফা হত্যাকারীদের গ্রেফতার না করা হলে যশোর খুলনা মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেয়া হয়।
গত ৪ নভেম্বর হাত পা বাঁধা অবস্থায় রিফার লাশ উদ্ধার করে পুলিশ। ২৯ দিন পর ময়নাতদন্তের রিপোর্ট আসে। কিন্তু পুলিশ হত্যা মামলাকে অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করে। যে কারণে তার পরিবার ৮ ডিসেম্বর আদালতে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করে।