
যশোর প্রতিনিধি : যশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে পিস্তল ও ১৫টি ককটেলসহ গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদে র্যাবের -৬ এর একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির হোসেনকে বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বাসার রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
আটক সাব্বির হোসেন (গোল্ডেন সাব্বির) যশোর শহরের চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি মশিয়ার রহমান খোকনের ছেলে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন।
র্যাব আরও জানায়,গোল্ডেন সাব্বিরের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি যশোর অঞ্চলের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছেন র্যাব।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত