
যশোর অফিস : যশোর জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এর মৃত্যু বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গাড়িখানা রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার উদ্যোগে (নাবিল গ্রুপ) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাভেদ আলীর সভাপতিত্বে সংগঠনের সাবেক সভাপতি আজিজুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বছর শ্রমিক লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান মারা যান। তিনি বিএডিসিতে দীর্ঘ বছর কর্মময় জীবন পালন করে আসছেন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে জেলা শহর ও বিভিন্ন স্তরের শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত