যশোর অফিস : চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের অব্যহত হুমকির মুখে শাহীন আবাসিক হোটেল নামে একটি আবাসিক হোটেল গত এক সপ্তাহ যাবত বন্ধ রয়েছে। হোটেল শাহীন যশোর শহরের রেল রোডে সুইপার কলোনীর সামনে অবস্থিত। এছাড়া সন্ত্রাসীদের হাতে এক প্রকার জিম্মি হয়ে আছেন ওই এলাকার ব্যবসায়ীরা। চাঁদা না পেলে ব্যবসায়ীদের মারপিট করা হয়। হয় প্রতিনিয়ত ছিনতাই এর মত ঘটনা। এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে দেয়া হয় হত্যার হুমকি। এসব অভিযোগ অনেক দিন ধরে স্থানীয় এলাকার ব্যবসায়ীদের।
রেলস্টেশন এলাকার অনেক ব্যবসায়ী ও স্থানীয়রা তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান, শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার বাবু ডাকাতের ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন, আশ্রম রোড গাড়োয়ান পট্টির আলীর ছেলে আসিফ, মেহেদী জাফরসহ বেশ ৬/৭ জনের সন্ত্রাসী ছিনতাইকারী চাঁদাবাজ এলাকার সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান খাবার হোটেল ও আবাসিক হোটেলে চাঁদাবাজি করে আসছে। কিন্তু তাদের ভয়ে কেউ কোনদিন প্রতিবাদ করেন না। সম্প্রীতি এলাকার শাহিন হোটেল নামে একটি আবাসিক হোটেলে যায়। সেখানে গিয়ে প্রত্যেকদিন তারা টাকা দাবি করে। টাকা না দিলে তাদের হোটেলে বর্ডার থাকতে দেবে না। তাছাড়া অনেক সময় হোটেলে বর্ডার আসলে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় ও মারধর করে। ভয় ভীতি দিয়ে হোটেল থেকে বের করে দেয়।গত এক সপ্তাহ আগে সুমন,আসিফ তাদের দলবল হোটেলে গিয়ে কর্মচারীদের কাছে টাকা দাবি করে বলে শাহিন আবাসিক হোটেলের মালিক জানায়। টাকা দিতে অস্বীকার করায় তারা গালিগালাজ ও মারপিট করে। পরে ম্যানেজার ও কর্মচারীদের হুমকি দিলে তারা প্রাণ ভরে হোটেলে তালা মেরে বন্ধ করে চাবি দিয়ে পালিয়ে যায় ।ওই হোটেলের মানেজার ও কর্মচারীরা মোবাইল ফোন বন্ধ করে রেখে সন্ত্রাসীদের ভয়ে আত্মগোপনে আছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
কোতয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন্স) পলাশ কুমার বিশ্বাস জানান, সন্ত্রাসীদের হুমকির মুখে হোটেল বন্ধ এই বিষয়টি কেউ কোন অভিযোগ করেনি। এছাড়া সন্ত্রাসীদের আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে বিষয়টি অতিদ্রুত দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অচিরেই এইসব সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পেতে পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত