যশোর অফিস : রোববার রাতে যশোর শহরের শংকরপুরে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদক সংক্রান্ত ব্যবসার যে ধরে এ ঘটনা ঘটে।
তবে রাকিব বলছেন, একই এলাকার ইমন, তানভীর ও সাব্বির সহ কয়েকজন মাদকের ব্যবসা করে। তিনি তাদের মাদক ব্যবসায় বাধা দেন।এতে ওই সন্ত্রাসীরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
গতকাল রাত সাড়ে ৯’টার দিকে তিনি যখন বাসা থেকে বের হন। তখন ওই সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করলে তিনি আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করার পর রাত ১০টার পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
রাকিব শংকরপুর এলাকার তৌহিদুর রহমানের পুত্র।