যাশোর অফিস : পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা মনিরুল ইসলাম রিন্টু (৪০) নামে এক যুবককে প্রকাশ্যে গতিরোধ করে ধারালো চাকু দিয়ে আঘাত করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আহত যুবকের স্ত্রী শহরের খড়কী পীরপাড়ার মনিরুল ইসলাম রিন্টুর স্ত্রী মোছা: কারিমুন বেগম বাদী হয়ে ৭ আসামির নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করেছে। মামলার আসামিরা হচ্ছে, শহরের খড়কী (বামনপাড়া) বাইতুন নূর জামে মসজিদের পিছনে মতিউর রহমানের ছেলে আক্তারুজ্জামান ডিকু, আবুল কালামের ছেলে মনিরুল গাজী, মুনছুর গাজীর ছেলে রফিক, মতিউর রহমানের ছেলে জিসান, মৃত জুল গাজীর ছেলে তরিকুল ইসলাম, মৃত ফকির গাজী ছেলে ইসলাম গাজী ও খালেকের ছেলে রুহুল আমিনসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
মামলায় কারিমুন বেগম বলেন, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় সংঘবদ্ধভাবে ঘোরাফেরা করে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা প্রায়ই সময়ে বাদির স্বামী মনিরুল ইসলাম রিন্টুকে মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছিল। বাদির স্বামী খড়কী বামনপাড়া গ্যাস ক্রয়ের জন্য যাওয়ার পথে গত মঙ্গলবার বিকেল সোয় ৪টায় আসামি আক্তারুজ্জামান ডিকুরবাড়ির সামনে রাস্তার উপর পৌঁছালে উক্ত সকল আসামিরাসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫জন আসামি হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ধারালো চাকু, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি সহকারে এসে বাদীর স্বামীর পথরোধ করে। সকল আসামিরা বাদীর স্বামীকে এলোপাতাড়ীভাবে কিল, ঘুষি, চড় থাবা ও লাথি মেরে আহত করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত