যশোর অফিস : যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফার সভাপতিত্বে বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সুকুমার দাসের স্মরণে এক নাগরিক শোকসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আলোচ্য কর্মসূচিতে উপস্থিত অতিথিবৃন্দ অধ্যাপক সুকুমার দাসের স্মৃতিচারণ এবং সংস্কৃতি জগতে তার অবদান নিয়ে আলোচনা করেন। এছাড়া সাংস্কৃতিক আন্দোলনে তার অবদানের জন্য তাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত মর্মে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত