যশোর প্রতিনিধি: যশোরে তৃণমূল পর্যায় সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত। রবিার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের রেলরোডের একটি রেস্টুরেন্টে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দলিত, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধিসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় গণশুনানির আয়োজন করে ওয়েব ফাউন্ডেশন যশোর জেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটি।
অতিথি হিসেবে উপস্থিত থেকে গণশুনানিতে অংশ নেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অশিত কুমার সাহা, মহিলা ও শিশু বিষায়ক অধিদপ্তরের উপ-পরিচালক আশিকুর রহমান, জেলা শিক্ষা সমন্বায়ক শাকিরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার রেহেনেওয়াজ।
শুনানিতে পিছিয়েপড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরনে অংশগ্রহণকারী বিশেষভাবে গুরুত্ব দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত