যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গত সোমবার বিকেলে যশোর সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের আহসানুর রহমানের আমবাগানে অভিযান চালিয়ে ৭শ’ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বেনাপোল পোর্ট থানার পুটখালী (উত্তরপাড়া) এলাকার আব্দুল মালেকে ছেলে নয়ন হোসেন ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন। গ্রেফতারকৃতরা ৪টি বস্তায় বিশেষভাবে ৭শ’ বোতল ফেনসিডিল নিয়ে উল্লেখিত স্থানে অবস্থানকালে র্যাবের অভিযানিক দল গ্রেফতার করে। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত