সোনা চোরাচালান মামলায় ইয়াকুব আলী নামে এক ব্যক্তির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের আদালত। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। ইয়াকুব আলী শার্শার আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি যশোর বেনাপোল সড়কের নতুন হাট স্কুলের সামনে একটি প্রাইভেট কার থামিয়ে তিনজনকে আটক ও তল্লাশি করে ১০ কেজি ৯শ’৩৫ গ্রাম সোনার বার উদ্ধার করে। এ ব্যাপারে বিজিবির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে আটক তিনজনকে আসামি করে চোরাচালান দমন আইনে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক তিনজনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ইয়াকুব আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত