যশোর অফিস : যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ির মালামাল চুরির ঘটনায় শামীম ইসলাম শাহীন ওরফে স্বাধীন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরির করা স্বর্ণালংকার ও শাড়িসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শহরের পুরাতন কসবা এলাকার রোজি জালাল নামে এক গৃহবধূ গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক স্বাধীন শহরের শংকরপুর মাঠপাড়ার রবিউল ইসলাম বাবলুর ছেলে।
বাদী রোজি জালাল মামলায় জানিয়েছেন, পুরাতন কসবা কাজীপাড়ার চতুর্থ তলার নির্মাণাধীন ভবনের নিচতলায় বসবাস করেন। গত ২৮ মার্চ রাত ১০টার দিকে পাশের বেড রুমের ভিতর থেকে লক করা দেখতে পান রোজি জলিাল। বিষয়টি তাৎক্ষনিক কোতোয়ালি থানা ও ডিবি পুলিশকে জানানো হয়। পরে দরজার লক ভেঙ্গে ভিতরের মালামাল এলোমেলো এবং আলমারিতে থাকা ১১ ভরি স্বর্ণালংকার নেই। এই ঘটনায় মামলা করার পরে যশোরের ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার এক অভিযানে স্বাধীনকে আটকের পর জিজ্ঞাসাবাদের ওই বাড়িসহ বিভিন্ন লোকের বাসা বাড়ির ভেন্টিলেটার ভেঙ্গে চুরির কথা স্বীকার করে। এরপর তার দেখানো মতে এবং তার দখল থেকে একটি স্বর্ণের চেইন, এইটি ইমিটেশনের নেকলেস, একটি হোয়াইট গোল্ড লকেটযুক্ত ডায়মন্ড, শাড়ি, বাথরুমের শাওয়ার, ঘর ভাঙ্গার সরঞ্জাম, একটি পেন ড্রাইভ ও চুরি করা স্বর্ণালঙ্কারের খালি প্যাকেট উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।