যশোর অফিস : যশোর শহরের রেলগেট এলাকায় মাদক কারবারিদের হামলায় নিহত রুস্তম আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহতের স্ত্রী পরিবারের সদস্যসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা জানান, রুস্তম আলী পরিবার নিয়ে শহরের রেলগেট এলাকার রেহেনা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। রেহেনা বেগম গোপনে মাদক ব্যবসা করতেন বিষয়টি জানার পর তিনি তাকে বাধা দেন। এ নিয়ে প্রায় তাদের ভিতরে গোলযোগ হত। সর্বশেষ গত ৭ জুলাই বিকেলে রুস্তম আলীকে মারপিট করে গুরুতর আহত করে রেহেনা বেগম ও তার লোকজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় রুস্তম আলীর স্ত্রী শিলা বেগম আদালতে মামলা করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছে। সর্বশেষ গত ১৮ আগস্ট রাত ১১টার দিকে রেহানা স্থানীয় মাদক কারবারী সবুজ মিন্টুসহ ৫-৬ জনকে নিয়ে শিলার ঘরে হামলা চালায়। এ সময় তারা শিলাকে মারপিট এবং ঘরে থাকা স্বামীর মৃত্যুতে পাওয়া অনুদানের ৫৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযোগ দিতে বলে। এরপর থেকে হামলাকারীরা ফোন করে হুমকি ধামকি দিচ্ছে। মামলা করলে রুস্তম আলীর মত তার সন্তানদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ অবস্থায় হামলাকারীদের আটক ও ন্যায় বিচার দাবিতে তারা এই মানববন্ধন করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত