
যশোর অফিস : যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে রোববার বিকেলে সংগঠনের আহবায়ক আসাদুজ্জামান মিঠুর নেতৃত্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকিও দেশব্যাপি নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে যশোর শহরের টাউন হল ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে মাইকপট্টি হয়ে থানা চৌরাস্তার সামনে দিয়ে দড়াটানা ভৈরব চত্ত্বরে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিক, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক- ইমামুল কবির,শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এসএম মাহমুদুল হাসান, চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু সহ প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মী অংশগ্রহণ করেন।