যশোর অফিস : শহরের মাইকপট্টি বাগমারা পাড়ার স্কুল ছাত্র হোসইনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা মামলায় দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার শিশু আদালত ১ম এর বিচারক গোলাম কবির এই রায় দিয়েছেন।
সাজাপ্রাপ্ত জয়দত্ত শহরের মাইকপট্টি বাগমারা পাড়ার সুব্রত দত্তের ছেলে ও একই এলাকার অসিম সরকারের ছেলে সুব্রত সরকার। আসামিরা পূর্ণ বয়স্ক হওয়ায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের ধরে বাগমারা পাড়ার ইশারত হোসেনের সাথে সুব্রত দত্তের পরিবারের বিরোধ চলছিল। এরইমধ্যে আসামিরা কবুতর চুরি করেছে বলে এলাকায় গুঞ্জন ছাড়ায়। আসামিরা ইশারত হোসেনের ছেলে স্কুল ছাত্র হোসাইন এই গুঞ্জন ছাড়িয়েছে বলে সন্দেহ করে। এর জের ধরে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আসামিরা হোসাইনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ইসলামিয়া স্কুলের ফাঁকা মাঠে নিয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। এই ঘটনায় আহত হোসাইনের পিতা ইশারত হোসেন ওই দুইজনের বিরুদ্ধে আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওই দুইজনকে শিশু উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য শিশু আদালত ১ম এ বদলী করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে ৩২৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৪ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।