যশোর অফিস : যশোরে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সফল ও শান্তিপূর্ণ হরতালে কর্মসূচির শুরুতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশ বিনা উস্কানীতে হামলা চালিয়ে কয়েকজন মহিলানেত্রীকে মারপিট ও এক প্রবাসীকে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
হরতাল সমর্থনে ভোর ছয়টার পর থেকে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শহরের দড়াটানা মোড়ে মিছিল বের হয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে কয়েকজন মহিলা নেত্রী আহত হন। পুলিশের কর্মকান্ড ভিডিও ধারণ করায় সংবাদকর্মী খলিলুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়।
পরে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শহরে হরতালের সমর্থনে মিছিল হয়। তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে জেলা রোড, এইচ এম রোড, কাঠেরপুল ব্রিজ, ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় মিছিল করেন।
এদিকে বিএনপির এই হরতালের সমর্থন জানিয়ে যশোর থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে মনিহার খুলনা বাসস্ট্যান্ড, খাজুরা বাসস্ট্যান্ড থেকে কোন রুটে বাস ছেড়ে যায়নি। এসব এলাকা ঘুরে পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে এমনটি জানা যায়।