
যশোর অফিস : যশোরে এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানীমূলক কথা পোস্ট করে তা বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়া ও ওই নারীর বাড়িতে হামলার অভিযোগে আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচ যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন বেজপাড়া রানার অফিসের মোড়ের জুবায়ের হোসেন পান্না, আকবরের মোড়ের বাধন, রাব্বি ব্যাপারী, বেজপাড়ার আরমান মুন্সী ও তদন্তেপ্রাপ্ত আসামি আকবরের মোড়ের হোসাইন সাজু। পলাতক অন্য আসামিরা হলেন তালতলা মোড়ের জীম হোসেন, আন্না, শংকরপুর হারান কলোনীর ইউসুফ ও তালতলা মোড়ের মুরগী বাবু ।
মামলায় বেজপাড়ার গোলগোল্লার মোড়ের অঞ্জন কুমার সাহা উল্লেখ করেন, গত ১৩ আগস্ট তার মেয়ে উপমা সাহার ফেসবুক আইডি হ্যাক করে কে বা কারা উস্কানীমূলক কথাবার্তা লিখে পোস্ট করে। পরিবর্তিতে তা ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেয়া হয়। এঘটনাকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট দুপুরে আসামিরা তার বাড়িতে এসে তার মেয়ের উপর ক্ষিপ্ত হয়। একপর্যায় অঞ্জন আসামিদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। পরের দিন আসামিরা ফের তার বাড়িতে এসে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় তার স্ত্রী শম্পা সাহা আহত হন। তার বাড়ির জানালার গ্লাস ভেঙে দেয় আসামিরা। পরে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যায়। গত শনিবার গভীর রাতে আসামিদের বাড়ি থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান ওই পাঁচজনকে আটক করে।