যশোর অফিস : যশোর সদরের ইসলামপুরে জায়গা নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা ভাংচুর ও সোনার গহনা এবং টাকা লুটের ঘটনায় থানায় তিন ভাইয়ের নামে মামলা হয়েছে। যশোর সদর উপজেলার ইসলামপুর গ্রামে মৃত গাজী আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হান্নান (৫৮) তার চাচাতো ভাইদের নামে মামলা করেন। আসামিরা হলো,একই গ্রামের মৃত গাজী আব্দুস সামাদের তিন ছেলে গাজী মোহাম্বদ ফজলু (৪০), গাজী মজনু (৩৫) এবং গাজী শাহজাহান (৫০)। এদের মধ্যে পুলিশ আসামি গাজী মজনুকে আটক করেছে।
এজাহারে হান্নান উল্লেখ করেছেন, তিনি কুয়েত প্রবাসি। গত ৬ নভেম্বর তিনি দেশে ফেরেন। আসামি তার চাচাতো ভাইদের সাথে তার জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত গত ২৯ ডিসেম্বর বিকেলে তিনি চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির পশ্চিমপাশের টিনের প্রাচীর ভেঙ্গে কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছে। তিনি জিজ্ঞাসা করলে আসামিদের কথা বলে। পরে তিনি কাজ করে করে প্রাচীর ঠিক করছিলেন। সে সময় আসামিরা লোহার রড, ধারালো অস্ত্র, বঁাশের লাঠি নিয়ে তার বাড়িতে ঢোকে। এবং বাড়ির দরজা, জানাল ও গ্লাস ভাংচুর করে ৬ লাখ টাকা ক্ষতি করে। তাকে মারতে গেলে তিনি দৌড়ে ঘরের মধ্যে যান এবং তার দুই মেয়েসহ একটি ঘরে লুকিয়ে থাকেন। পরে ঘরে থাকা শোকেজ ভেঙ্গে নগদ দেড় লাখ টাকা ও ১০ ভরি ওজনের সোনার গহনা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবের্গের কাছে জানান এবং থানায় অভিযোগ দেন। এই ঘটনায় গত রোববার থানায় মামলা রেকর্ড হয়।