
যশোর অফিস : যশোর সদরের ডুমদিয়া গ্রামের মুক্তার হোসেন হত্যা মামলার আসামি মিন্টু দীর্ঘ ১২ বছর পর র্যাবের হাতে ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে দেয়াড়া গ্রামের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিন্টু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডুমদিয়া গ্রামের বাসিন্দা ট্রাকের হেলপার মুক্তার হোসেন ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মোবাইল ফোনে একটি কল আসার পর বাড়ি থেকে বের হয়ে যান। পরদিন সকালে পুলিশের কাছ থেকে ফোন পেয়ে তার স্ত্রী জানতে পারেন, মুক্তার হোসেনের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। পরবর্তীতে স্বজনেরা খোঁজ নিয়ে জানতে পারেন, দেয়াড়া গ্রামের মিন্টু ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে মুক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করেছেন। হত্যার পর তারা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের স্ত্রী কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকে মিন্টু পলাতক ছিলেন।