
যশোর প্রতিনিধি : যশোরে ১৪ মামলার আসামি ও বারান্দীপাড়ার আলোচিত শরিফুল ইসলাম জিতুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে বের হন। পরে পরিবার তাকে শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। সেখানে থাকা অবস্থায় শনিবার জিতু পালিয়ে নিজ এলাকায় চলে আসেন। পরে পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেন এবং কয়েকজনকে মারপিটও করেন তিনি। প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন জিতু। পরে এলাকাবাসী একত্র হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, এলাকাবাসী আহত অবস্থায় জিতুকে পুলিশে সোপর্দ করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টও রয়েছে।

