যশোর অফিস : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বুধবার ২৪ মে রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি বাজারস্থ একটি চায়ের দোকানের সামনে থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ সাগর হোসেন নামে এক যুবককে আটক করেছে। সে সদর উপজেলার ছোট গোবিন্দপুর খালপাড়া, দেয়ারা ইউনিয়নের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই রাজেশ কুমার দাস বুধবার ২৪ মে রাত সোয়া ১০ টায় সাগর হোসেনকে উল্লেখিত স্থান হতে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। বৃহস্পতিবার ২৫ মে তাকে আদালতে সোপর্দ করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত