যশোর অফিস : যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও ক্যাম্পের পুলিশ আলাদা অভিযান চালিয়ে ২৭৫পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,বাগেরহাট জেলার রামপাল থানার মানিক নগর গ্রামের বর্তমানে যশোর সদর থানার শেখহাটি (আদর্শপাড়া, সোহাগ এর বাড়ির ভাড়াটিয়া) মৃত হুমায়ূন কবিরের ছেলে আশরাফুল মুরাদ রুবেল,যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মৃত রইচ উদ্দীনের ছেলে তোরাব আলী,সদর থানার ক্ষিতিবদিয়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলুর ছেলে ণুর নবী,একই গ্রামের শফিয়ার মোল্লার ছেলে সাইদুল ইসলাম ও সদর উপজেলার নরেন্দ্রপুরের মৃত খোরশেদ আলীর ছেলে আছর আলী। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হযেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার ৯ ফেব্রুয়ারী দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে,ডিবি’র এসআই সোলায়মান আক্কাসসহ একদল পুলিশ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী রাত পৌনে ৯ টায় শহরের বেজপাড়া চারখাম্বার মোড় রাসেল চত্বও সংলগ্ন রিয়াজ গাজীর অস্থায়ী চায়ের দোকানের পাশ থেকে আশরাফুল মুরাদ রুবেলকে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের পুলিশ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী রাতে ক্ষিতিবদিয়া গ্রামের মোহর আলী মোল্লার মেহগুনি বাগানের পাশে থেকে নূরনবী ও সাইদুল ইসলামকে ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া,নরেন্দ্রপুর পুলিশ পুলিশ জানায় ,গত বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী রাত ৮ টায় সদর উপজেলার চাউলিয়া গ্রামের চাউলিয়ার আব্দুর রাজ্জাকের চায়ের দোকানের পাশ থেকে আছর আলীকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।