প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ১০:৪০ পি.এম
যশোরে ৫০০ পথচারীকে মৌসুমি ফল খাওয়াল সাসস

যশোর অফিস : ঈদের আনন্দ ছড়িয়ে দিতে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সচেতন সংস্থা (সাসস) প্রায় ৫০০ শ্রমজীবী পথচারীকে মৌসুমি ফল পরিবেশন করেছে।
শুক্রবার ঈদের ষষ্ঠ দিনে শহরের প্যারিস রোডে এ ব্যতিক্রমী ‘ফলভোজ’ কর্মসূচির আয়োজন করা হয়। আম, লিচু, জাম, কাঁঠালসহ পাঁচ ধরনের ফল বিনামূল্যে পরিবেশন করা হয় রিকশাচালক, ইজিবাইক চালক ও দিনমজুরদের মাঝে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দে প্রান্তিক জনগোষ্ঠীকে অংশী করে তোলার লক্ষ্যেই এ মানবিক আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম পিপিএম, সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাসস’র এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া