যশোর অফিস : যশোরে ফেনসিডিল ও ইয়াবার চালান উদ্ধার করেছে পুলিশ। এসময় দু’জনকে আটক করেছে। আটককৃত হচ্ছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার দত্তডাংগা বর্তমানে যশোর খড়কী কলাবাগান রেল লাইনের পাশের্^ ফায়েক শেখ এর ছেলে সবুজ শেখ ও যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জিতু। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ জানায় গত শুক্রবার বিকেলে জনসাধারনের মাধ্যমে জানতে পারেন সদর উপজেলার পুলেরহাট বাজারস্থ আইএফআইসি ব্যাংকের সামনে রাস্তার ওপর একটি পোটলা পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে সেখানে লোকজনের সামনে পোটলা খুলে তার মধ্যে দুইটি পলিথিনে মোড়ানো ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। তবে পোটলার মালিকের নাম ঠিকানা কেউ বলতে পারেনা। স্থানীয় লোকজনের ধারনা মাদক ব্যবসায়ীরা জন সাধারণের দৃষ্টিতে ভয়ে পোটলা ফেলে পালিয়ে গেছে। অপরদিকে,পুরাতন কসবা পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁড়ীর পুলিশ শহরের খড়কি কালাবাগান এলাকার সোহলের চায়ের দোকানের দক্ষিণ পাশের্^ খুলনা-ঢাকা রেল লাইনের উপর থেকে সবুজ শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, সদর পুলিশ ফাঁড়ীর পুলিশ গত শুক্রবার দিবাগত গভীর রাত ১২ টায় শহরের ঢাকা রোড সংলগ্ন রোজা ফার্ণিচার এর বিপরীত পাশে প্রত্যাশা ক্লাবের মাঠের পশ্চিম পাশে ঈদগা এর সামনে ফাঁকা জায়গা থেকে শলিফুল ইসলাম জিতুকে ৫১ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আলাদা মামলা দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত