জন্মভূমি ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। রোববার দুপুর ১২টা পর্যন্ত ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। আসনগুলো হচ্ছে যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর)। এ কার্যক্রম উপস্থিত থেকে তদারকি করছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এ তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান এবং যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ। বাকি ৩ জনের নাম জানা যায়নি। তবে কী কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে সন্ধ্যার পর-এমন তথ্য দিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।