প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২২, ৯:৩৯ পি.এম
যশোর অভয়নগরে ভুয়া কাজিকে ৬ মাসের কারাদন্ড
![]()
যশোর অফিস
যশোরের অভয়নগরে মতিয়ার রহমান (৪০) নামে এক ভুয়া কাজিকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান উপজেলার ধোপাদী গ্রামের সোহরাব মোড়লের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক থান্দার কামরুজ্জামান বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্ট্যাম্প ও বিয়ে সম্পাদনের নকল ফরমসহ মতিয়ার রহমান নামে এক ভুয়া কাজিকে গ্রেপ্তার করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে ভুয়া কাগজপত্র তৈরি ও বিয়ে দেওয়ার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। ইতোপূর্বে ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় ৩০টি বাল্যবিয়ে পড়িয়েছে বলে স্বীকার করেছেন মতিয়ার রহমান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া