যশোর অফিস : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওায়ামী আইনজীবী পরিষদের ইদ্রিস-জিউস প্যানেল পরিচালনা কমিটি আইন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেছে। রোববার দুপুরে জেলা জজ আদালতে পিপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করে করেন প্যানেল পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদির।
সভায় বক্তরা, সভাপতির প্রস্তাবে বঙ্গবন্ধু আওায়ামী আইনজীবী পরিষদের ইদ্রিস-জিউস প্যানেলের প্রার্থীদের সার্বিক সহযোগীতা ও বিজয়ী করতে সফত গ্রহন করেন।
সভাপতি প্রার্থী পিপি এম ইদ্রিস আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, সাবেক সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান মুকুল, সাজ্জাদ মোস্তফা রাজা, অতিরিক্তি পিপি শহর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, বিমল কুমার রায়, খন্দকার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জিপি ফিরোজ আক্তার, আবু সেলিম রানা প্রমুখ।
যশোর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
Leave a comment