যশোর অফিস : যশোর নতুন উপশহর এলাকার বেশ কয়েকটি স্থান মাদকের নিরাপদ আখড়ায় পরিনত হয়েছে। উপশহর ডাক বাংলা, ডাক বাংলার পিছনে ভৈরব নদের পাড়, উপশহর বাবলাতলা সজলের চায়ের দোকান, উপশহর ঈদগাহ, উপশহর ডিগ্রি কলেজের সামনের মাঠ, মাঠ সংলগ্ন কথিত ক্লাব গাঁজা খোরদের নিরাপদ আখড়ায় পরিনত হয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথে উঠতি বয়সের ১২/১৫ বছরের বয়সের যুবকরা গাঁজায় নেশায় আশক্ত হয়ে পড়ে। এ সব জায়গায় অবস্থান নিয়ে যুবকরা কেউ সিগারেটের মাধ্যমে কেউ কলকের মাধ্যমে এক প্রকার প্রকাশ্যে গাঁজা সেবন করে। চলাচলরত পথচারিরা এলাকাবাসি এই অভিযোগ করেন। বিশেষ করে উপশহর ঈদগাহ ময়দান ঈদগাহ ময়দানের উত্তর পাশের কিন্ডার গার্ডেনের মাঠে প্রতিনিয়তই গাঁজা সেবন করা হয়। প্রতিনিয়ত গাঁজা সেবনের ফলে যুব সমাজ যেমন বিপথ গামি হচ্ছে তেমনি এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। গাঁজা খোরদের কারণে এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। গাঁজা খোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপশহর ফাঁড়ি পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন লাভ হয়নি। অভিযোগ রয়েছে উপশহর ফাাঁড়ির কতিপয় সদস্যরা মাদক বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করে। যে কারনে তারা মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। এ ব্যাপারে এলাকাবাসি মাদক বিক্রেতা ও সেবনকারিদের বিরুদ্ধে ব্যবস্তা নিতে পুলিশের শীর্ষ কর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।