যশোর অফিস : যশোর জেনারেল হাসপাতালের এক্সরে বিভাগের ইনচার্জ ও মৃত্যুঞ্জয় রায় ও ইসিজি বিভাগের প্রধান দীপক রায়ের পিতা সুবল চন্দ্র রায় (৮৫) সোমবার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বক্ষব্যাধিসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেলে যশোর শহরের নীলগঞ্জ মহাশ্মশানে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে দাহ করা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে নীলগঞ্জ মহাশ্মশানে উপস্থিত হন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন,সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ,সূরবিতান সংগীত একাডেমীর সভাপতি এডভোকেট শহীদ আনোয়ার, সাধারণ সম্পাদক এডভোকেট বাসুদেব বিশ্বাস, নীলগঞ্জ সুপারি বাগান মন্দির কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরসহ পরিবারের সদস্য ও সদস্যগ ণ উপস্থিত থেকে তাকে শ্রদ্ধা জানান।