
যশোর অফিস : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে হাসপাতাল চত্বরে দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। সকাল সোয়া নয়টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে হাসপাতালের ২ নম্বর গেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ টুলু, ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা,সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যালিতে অংশগ্রহণকারীরা সোরিয়াসিস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত