যশোর অফিস : যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অতিরিক্তি পিপি খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুতে রোববার ফুলকোর্ট রেফারেন্স ও দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর সকালে খন্দকার দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দেলোয়ার হোসেনের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবু মোর্ত্তাজ ছোট।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, এটিএম এনামুল হক, সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিটু, আবু বক্কার সিদ্দিকী, আরএম মঈনুল হক খান ময়না, সাবেক সভাপতি শরীফ নূর মো. আলী রেজা, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, মাহমুদা খানম, আবুল কায়েস, খালেদ হাসান জিউস, আকম মনিরুল ইসলাম, নুর আলম পান্নু, ওয়াজিউর রহমান, হাদিউজ্জামান সোহাগ, কাজী রেফাত রেজওয়ান সেতু, সৈয়দ কবির হোসেন জনি প্রমুখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিজার আলী জুলু।
সভায় বক্তরা মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাকির হোসেন।
উল্লেখ, খন্দকার দেলোয়ার হোসেন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৭৯ সালে জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।