যশোর অফিস : বুধবার বিকেলে যশোর শহরের লালদীঘির পাড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে সংগঠনের সভাপতি মো: রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানসহ প্রমুখ।