
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় যশোর জেলা ছাত্রলীগের সবেক সভাপতি ও ৩নং সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ জিল্লুর রহমান মিন্টুর ১০ম মৃত্যবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা সভাকক্ষে স্মরণসভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফিরোজ ও আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, মোমিনুর রহমান মমিন, শহিদুল ইসলাম বকুল, মেজবা উদ্দিন হিটু, আব্দুল হাকিম, ইমরান হোসেন, কাউন্সিলর রুহুল আমীন। এছাড়া উপস্থিত ছিলেন বকুল হোসেন, রোকনুজ্জাম সুমনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে দোয়া মহফিল ও তবারক বিতরণ করা হয়।