
যশোর অফিস : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তরুণ লীগ যশোর জেলা শাখা বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের বিমানবন্দর সড়ক থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রাণ কেন্দ্র বকুলতলায় বঙ্গবন্ধু মুরাল, দড়াটানা, গাড়িখানা আওয়ামী লীগ অফিস হয়ে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ মিছিল শেষ হয়। পথসভায় তরুণ লীগ যশোর জেলা শাখার সভাপতি আসাদুল হক আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দার রহমানের সঞ্চালনায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা তরুণী লীগের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মনি, আজগর হোসেন, জাহাঙ্গীর আলম বিশ্বাস, মনিরুল ইসলাম শিবলু, বিপ্লব কুমার ধর, বিল্লাল হোসেন বকুল, শেক পলাশ, জাহিদ মোল্লা, আজিজুর রহমান জুলু, সাইফুজ্জামান টনি জামাল শেখ, জাহিদ চৌধুরী, রাসেল ফরাজী, আব্দুল্লাহ বিশ্বাস, রিপন খা, জাকির হোসেন, মেহেদী হাসান রাজু, রবিউল ইসলাম মিলন স্যার, আবু জাহিদ মোল্লা, হাসান মোড়ল, বদিউজ্জামান রিয়াজুল ইসলাম, রাজিব হোসেন, আরাফাত সিদ্দিকী সামী, গাউসুল ইসলাম রিকু, সাকিব, আবির, রাহুল মোস্তাহিম, মোজাম্মেল হোসেন সোহাগ ও নাসির উদ্দিন মোল্লাসহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।