
যশোর অফিস : যশোর জেলা বিএনপির পদযাত্রা পূর্বক সমাবেশে দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান কতৃত্ববাদী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। সময় খুব সীমিত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন, নাকি জনগণের ওপর ছেড়ে দিবেন। নিজে ইচ্ছায় পদত্যাগ না করে, যদি জনগণের ওপর ছেড়ে দেন, তাহলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ আপনার ওই অবৈধ ক্ষমতার মসনদ থেকে নামিয়ে ফেলবে, সেটি জনগণই ভালো জানে। সেখানে বিএনপি কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। আজ এই সরকারের বিরুদ্ধে বিএনপি যে আন্দোলন করছে, এটি কেবল বিএনপির একার নয়, এর সাথে সমগ্র জনগণ জড়িয়ে গেছে। সমগ্র বিশ্ববাসী আজ একই দাবিতে কথা বলছে। বতর্মান সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যদিও বেলা ১১টায় পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একের পর এক মিছিল সহকারের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। জেলা যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, প্রকৌশলী টি এস আইয়ূব, সাবিরা নাজমুল মুন্নি, মিজানুর রহমান খান, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড.শহীদ ইকবাল হোসেন, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, আঞ্জুরুল হক খোকন, মোর্ত্তজা এলাহী টিপু, কাজী গোলাম হায়দার ডাবলু, রাজিদুর রহমান সাগর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল। এরপর দলীয় কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে মনিহারস্থ খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনিন্দ্য ইসলাম অমিত সংক্ষিপ্ত বক্তৃতায় পদযাত্রায় অংশ নেওয়া জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।