যশোর অফিস : সোমবার সকালে যশোর শহরের টাউন হল ময়দান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের আহ্বায়ক রাশেদ খান এর নেতৃত্বে ‘ভারতের বিজেপি নেতা শুবেন্দুর উগ্রবাদী আচরণ, বাংলাদেশ নিয়ে খারাপ মন্তব্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যাচারের প্রতিবাদে মাইক্রোও মোটরসাইকেল যোগে বেনাপোল স্থলবন্দরের উদ্দেশ্যে এক পদযাত্রা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। পরবর্তীতে বেনাপোল স্থলবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সভায় স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।