যশোর অফিস : যশোর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যশোরের নির্বাহী প্রকৌশলী মোঃজাহিদ পারভেজে, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলার প্রতিনিধিগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার সার্বিক পরিস্থিতি ও চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন ও সমস্যার এবং প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন।
উল্লেখিত সমন্বয় সভা পর্যবেক্ষণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত